৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চৌগাছায় দুই ক্লিনিক বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা

চৌগাছা সংবাদদাতা
যশােরের চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক বন্ধসহ ৪০ হাজার টাকা নগদ অর্থদন্ড করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুম্মিতা সাহা এই অভিযান পরিচালনা করেন। এ সময় নানা অনিয়মের অভিযােগে সরকারী হাসপাতালের সামনে নােভা এইড হাসপাতাল ও মধুমতি হাসপাতাল এন্ড ডায়াগনাষ্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি ৫ ও ১০ হাজার টাকা করে ১৫ হাজার অর্খদন্ড প্রদান করা হয়। একই সময় মায়ের দােয়া ক্লিনিক ও পল্লবী ক্লিনিকে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ দুটি ক্লিনিক নানা অনিয়মের কারনে যথাক্রমে ২০ ও ৫ হাজার টাকা করে মােট ২৫ হাজার টাকা অর্থদন্ড করার পাশাপাশি তাদেরকে সতর্ক করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুস্মিতা সাহা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশে অভিযান চলছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ লুৎফুনাহার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল ইমরানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়