১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

এসকে সুজয়, নড়াইল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ

নড়াইল জেলা শাখার উপদেষ্টা অ্যাড. সুবাস চন্দ্র বোস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার বসু, পংকজ বিহারী ঘোষ, যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইল এর সভাপতি মলয় কুমার কুন্ডু প্রমুখ। মানববন্ধনে বক্তারা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ সব ঘটনার দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা আরো বলেন, নির্বাচন আসলেই আমাদের উপর, আমাদের মা -বোনদের উপর নির্যাতন চলে, আমাদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়,আর কত দিন এ ধরনের নির্যাতন চলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়