২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

দুই ম্যাচ খেলতে পারবেন না সালাহ

প্রতিদিনের ডেস্ক
আফ্রিকান নেশনস কাপে ঘানার বিপক্ষে ২-২ গোলে ড্র করার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ। চোট কিছুটা গুরুতর হওয়ার কারণে আগামী দুটি ম্যাচে মিশরের হয়ে খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মিশরের ফুটবল ফেডারেশেন। গ্রুপপর্বের খেলায় ঘনার বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের শেষ মুহূর্তে হঠাৎ করে মাঠে বসে পড়েন সালাহ। দেখেই বোঝা গেছে, বড় রকমের চোটে পড়েছেন তিনি। এরপর আর খেলতে পারেননি। সঙ্গে সঙ্গেই ছেড়েছেন মাঠ। যদিও পরে তাকে হাসতে দেখা গেছে।প্রথমে ভাবা হয়েছে, আফ্রিকান কাপে হয়তো খেলাই শেষ হয়ে গেছে সালাহর। তবে একদিন পরই আশার বাণী শুনিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি আসরের কোয়ার্টার ফাইনালে দলে ফিরবেন সালাহ। এক বিবৃতিতে মিশর ফেডারেশন জানিয়েছে, ‘মোহাম্মদ সালাহ হ্যামস্ট্রিং টিস্যুর চোটে ভুগছেন। যে কারণে আগামী দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। এক্স-তে দেখা গেছে, মিশরের অধিনায়ক তার পোস্টারিয়র টিস্যুতে ব্যথা পেয়েছেন। যে কারণে কেপভার্দের বিপক্ষে গ্রুপপর্বে ও শেষ ষোলোর খেলা তিনি তিনি মিস করবেন।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়