খুলনা প্রতিনিধি
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশার কনিষ্ঠ পুত্র আবেদীন ইসলাম শান্ত(২৪) চারমাস মৃত্যুর সাথে লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। শান্তকে ব্রেইন টিউমার চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ১০ দিন পূর্বে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে শান্ত ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্ত সরকারি আযম খান কমার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। শান্তর মৃত দেহ গ্রামের বাড়ি ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি আনা হলে তাকে শেষবারের মত দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজার নামাজ বাদ এশা আনন্দনগর ছোট ঝিলে মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় তাকে দেখতে আসেন এবং জানাজায় অংশগ্রহণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান, রূপসা থানা অফিসার ইনচার্জ শওকত কবীর, খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্তজা রশিদী দারা, খুলনা জেলা যুবলীগ সভাপতি চৌধুরী মোঃ রায়হান ফরিদ, খুলনা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।