১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

এসকে সুজয়, নড়াইল
নড়াইলে পুকুর থেকে ভাসমান অবস্থায় ডালিম বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডালিম বেগম সদর উপজেলার দক্ষিণ শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঁশগ্রাম ডুমদি গ্রামে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতে পুলিশ ডালিম বেগম নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের স্বামী ইদ্রিস আলী বলেন, গত পাঁচ দিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সে। সদর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়