২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রথমবার ওয়েব ফিল্মে ফারিন

প্রতিদিনের ডেস্ক
চলতি প্রজন্মের অভিনেত্রী ফারিন খান। তার অভিনীত দু’টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বর্তমানে তিনি নাটক ও ওয়েবেই বেশি মনোযোগী। ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল ৩’ নাটকে কাজ করে সর্বশেষ আলোচনায় আসেন তিনি। এবার নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসছেন ফারিন। তিন জুটির গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। মুনতাহা বৃত্তার চিত্রনাট্যে সিনেমাটি বানাচ্ছেন আলোক হাসান। পরিচালক জানান, এটি সোশ্যাল ড্রামা বেজড গল্প, যেখানে সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দেখানো হবে। এতে জুটি হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে ইমতিয়াজ বর্ষণ ও ফারিন খানকে। ফারিন খান বলেন, এর গল্পটি বেশ আলাদা।
প্রথম শুনেই ভালো লেগেছে। ত্রিভুজ বিষয়টি এখানে একটি রহস্য। অনেকে শব্দটি বলতে যা বোঝেন আসলে এখানে ঠিক তা দেখানো হবে না। আর কাজটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। এদিকে ফারিন খানের আগে ওয়েব সিরিজে কাজ করলেও এটাই তার প্রথম ওয়েব ফিল্ম। সেদিক থেকে কাজটি তার জন্য বিশেষ। এ বিষয়ে এই গ্ল্যামারাস কন্যা বলেন, আমি আসলে কাজে বিশ্বাসী। সেটা যে পর্দাতেই হোক না কেন। ভালো গল্প ও চরিত্র পেলে আমি উৎসাহী হই সে কাজে। এটাও তেমন একটি কাজ। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়