নিজস্ব প্রতিবেদক
যশোরে ফের জেঁকে বসেছে শীত। শুক্রবার শীতের তীব্রতা কিছুটা কমলেও শনিবার রাত থেকেই কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে যশোরের জনজীবন। এদিন যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার থেকে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মাঘ মাসের শুরুতে তীব্র শীতের মধ্যেই গত ১৮ জানুয়ারি যশোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি শীত আরো বাড়িয়ে দিলেও পরদিন শুক্রবার যশোরের আকাশে রোদের দেখা মেলে। ফলে শীতের তীব্রতা অনেকটা কমে যায়। মানুষের মাঝে ফিরে আসে স্বস্তি। কিন্তু এ স্বস্তি একদিন পরেই শনিবার ম্লান হয়ে যায়। এদিন রাত থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। আর সকালে সূর্যের মুখ দেখা গেলেও তাতে কোন তীব্রতা ছিল না। ঘন কুয়াশায় সকাল ১০টা পর্যন্ত দেখা পাওয়া যায়নি সূর্যের। ফলে কনকনে শীতে মানুষ কাহিল হয়ে পড়েছে। এদিকে শীত নিবারণে গরম কাপড় কিনতে ফুটপাতসহ শহরের গরম কাপড়ের দোকান গুলোতে ছুটছে সাধারণ মানুষ। তবে আবহাওয়া অফিস বলেছে, আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মেঘও কেটে গেছে। তাপমাত্রা কমে গিয়ে শনিবার থেকে দেশের কিছু অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহাওয়া মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। এ কারণে যশোরাঞ্চলের ওপর দিয়ে উত্তরের ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। ফলে তাপমাত্রার চেয়ে শীত আরো বেশি অনুভূত হচ্ছে। শনিবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও শীত কমার কোন লক্ষণ নেই বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।