৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে তিন ক্লিনিক সিলগালা ও জরিমানা

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
বৈধ কাগজপত্র না থাকায় যশোরের মনিরামপুরে তিনটি ক্লিনিককে জরিমানা করে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার মশিয়াহাটি, রাজগঞ্জ ও পারবাজারে অবস্থিত প্রতিষ্ঠান তিনটিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এসময় তিনি প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হচ্ছে, সুজাতপুর মশিয়াহাটিতে অবস্থিত কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতাল, হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপি। সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, প্রতিষ্ঠান তিনটির কোনটির ক্লিনিক পরিচালনার বৈধ কাগজপত্র ছিল না। এই অভিযোগে কেসি সার্জিকেল এণ্ড শিশু প্রাইভেট হাসপাতালের মালিক প্রশান্ত কুমারকে মেডিকেল প্রাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়েছে। এসিল্যান্ড আলী হাসান বলেন, রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের পারবাজার সার্জিকাল ক্লিনিক এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপিতে অভিযান পরিচালনা করার সময় দেখা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়েন লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানের মালিকপক্ষ অবৈধভাবে মেডিকেল সেবা দিচ্ছেন। এই অপরাধে একই আইনে পারবাজার সার্জিকাল ক্লিনিকের ব্যবস্থাপক নীলিমা খাতুন এবং রয়েল প্যাথলজি ও ফিজিওথেরাপির ব্যবস্থাপক আব্দুল আলিমকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠান দুটি সীলগালা করে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসিল্যান্ড আরো বলেন, আমরা রাজগঞ্জ বাজারে অবস্থিত রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম বন্ধ রাখায় কোনো জরিমানা করা হয়নি। তাদেরকে সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়