প্রতিদিনের ডেস্ক
মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মগুলোকে শিল্পীদের ন্যায্যভাবে পারিশ্রমিক নিশ্চিত করতে নতুন বিধিমালার প্রস্তাব করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এর সঙ্গে শিল্পীদের মিউজিক স্ট্রিমিং করার ক্ষেত্রে স্ট্রিমিং সার্ভিসগুলোর নিজস্ব অ্যালগরিদমগুলো কীভাবে কাজ করে সে বিষয়ে নিয়ে আরো স্বচ্ছতার আনার আহ্বান জানানো হয়েছে। খবর এনগ্যাজেট।
প্রস্তাবিত বিধিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হচ্ছে নতুন ও উদীয়মান শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা। বর্তমানে মিউজিক শিল্পীরা বিভিন্ন স্টিমিং প্লাটফর্ম যেমন স্পটিফাই ও অ্যাপল মিউজিকে নিজেদের কনটেন্টের বিনিময়ে খুব সামান্য রয়্যালিটি বা চুক্তিভিত্তিক অর্থ পেয়ে থাকেন। শিল্পীদের কনটেন্টগুলো কতবার শোনা হচ্ছে তার ওপর ভিত্তি করে তাদের পেমেন্ট নির্ধারণ করা হয়।
ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা প্রাথমিকভাবে মিউজিক শিল্পীদের সহায়তা করার জন্য এ নতুন বিধিমালা প্রবর্তনের চেষ্টা করছেন। তাদের ধারণা, বর্তমানে মিউজিক শিল্পীদের যে রয়্যালিটি দেয়া হয় সেটা যথেষ্ট নয়। এছাড়া বর্তমান স্ট্রিমিং প্লাটফর্মগুলোর অ্যালগরিদম গান সাজেস্ট করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রধান মিউজিক রেকর্ড লেবেল ও শিল্পীদেরই সমর্থন করে। যে কারণে তুলনামূলক কম জনপ্রিয় ও বৈচিত্র্যময় ঘরানার কনটেন্ট খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
স্পেনের ইবান গার্সিয়া দেল ব্লাঙ্কো বলেন, ‘এ বিধিমালার মূল লক্ষ্য সাংস্কৃতিক অঙ্গনে বৈচিত্র্য আনার পাশাপাশি শিল্পীদের প্রাপ্য পারিশ্রমিক নিশ্চিত করা। এজন্য আমরা এমন বিধিমালা আনার চেষ্টা করছি যা অ্যালগরিদম ও মিউজিক স্ট্রিমিং পরিষেবাগুলোর মধ্যে স্বচ্ছতার নিশ্চিত করে।’