২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মোল্লাহাটে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী আটক

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে ২০ কেজি গাজাসহ নোমান সরকার (২৩) ও রাকিব ভুইয়া (২০) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট উপজেলার গাড়ফা নামক স্থান থেকে এদের আটক করা হয়। খুলণাগামী একটি যাত্রীবাহী পরিবহন থেকে নেমে তারা হেটে যাচ্ছিল। আটককৃতরা হলেন, রামপাল উপজেলার সিঙ্গারবুনিয়া এলাকার হামিম সরকারের ছেলে নোমান সরকার (২৩) এবং লক্ষীপুর রায়পুর দালাল বাজার এলাকার ফরিদ ভুইয়ার ছেলে রাকিব ভুইয়া (২০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় সোপর্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়