৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি উদ্বোধন

শামীম হাসান সুজন, শরণখোলা
বাগেরহাটের শরণখোলায় ২০ জানুয়ারি (শনিবার) পাঁচ দিনব্যাপী জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি উদ্বোধন করা হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম শামীম কর্মসূচি উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম শামীম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডাক্তার নিয়াজ মাহমুদ ফয়সাল, ডাক্তার কেয়ামনি, নার্সিং সুপারভাইজার রেবা রানি ও ইপিআই টেকনিশিয়ান মোহাম্মদ ফরিদ আহমেদ প্রমূখ। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহে রেজিস্ট্রেশনকৃত নারীদের উপরে পাঁচ দিনব্যাপী জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়