নিজস্ব প্রতিবেদক
৫৬তম শহীদ আসাদ দিবসে জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে ২০ জানুয়ারি জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক এসএম তৌহিদুল রহমান বাদল, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক নাইস হাসান কাসেম প্রমুখ। সভা আলোচকগণ বলেন, শহীদ আসাদের রাজনৈতিক চেতনার বাস্তবায়ন ছাড়া শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ তাই সাম্রাজ্যবাদ ও তার দালাল বিরোধী গণতান্ত্রিক শক্তির দায়িত্ব হচ্ছে নয়াউপনিবেশিক আধাসামন্তবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা। এছাড়া নেতৃবৃন্দ বলেন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে অক্ষুন্ন রেখে শ্রমিক, কৃষক, জনগণের গণতান্ত্রিক অধিকারসহ বাক, ব্যক্তি মতপ্রকাশের অধিকার সম্ভব নয়। একইসাথে নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধের প্রস্তুতি প্রক্রিয়ায় বাংলাদেশকে আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।