সুমন ব্রহ্ম, ডুমুরিয়া
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন- সম্প্রতি সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশী অনেক বিতর্ক চলছিল। কিন্তু ভোটে মানুষের উপস্থিতি আর অংশ গ্রহনের মধ্যে দিয়ে সে সব বিতর্কের অবসান হয়েছে। এখন বিদেশীরা এ নির্বাচন গ্রহন করেছে এবং দেশের মানুষেরও আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশ্বাস সৃষ্টি হয়েছে। তাই আর পিছনে না ফিরে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এজন্য আমি তার ওপর চীর কৃতজ্ঞ এবং ঋণী। আমি জানি ভূমি মন্ত্রণালয় একটি কঠিন চ্যালেঞ্জিং সেকটর। তবুও আমি দৃঢ়তার সাথে এ দায়িত্ব পালন করতে চাই। নির্বাচন শেষ হয়েছে। এখানে কে ভোট দিলো আর কে কাকে ভোট দিলো এটা হিসাব করার সময় নয়। এখন সকলেই এ দেশের মানুষ। তাই সবাইকে সমান ভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেয়া হবে। সেক্ষেত্রে আমার প্রধান লক্ষ্য হল সব মানুষকে ই-সেবার আওতায় আনা হবে। সকল জমির মালিকের জন্য একটি নিজস্ব আইডি থাকবে। তার কতটুকু জমি আছে, তা থেকে সে কতটুকু বিক্রি করলো এবং কতটুকু কিনলো তার বিস্তারিত ওই আইডি’র মধ্যে দেখা যাবে। এছাড়া নামজারি হোক, খাজনা দেয়া হোক সবই ডিজিটালইজ পদ্ধতিতে করা হবে। গতকাল শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা স্মৃতি পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত তাকেই দেয়া এক বিরাট সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আওয়ামী লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দার ও মোল্ল্যা সোহেল রানা। এ সময় পর্যায়ক্রমে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী সংগঠন, পূজা পরিষদ, দলিল লেখক সমিতি, মাদ্রাসাসহ প্রায় শতাধিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, আওয়ামী লীগ নেতা মোঃ আজগর বিশ্বাস তারাসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এর আগে সকালের দিকে মাননীয় ভূমিমন্ত্রীর বাস ভবনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এছাড়া তিনি বেলা ১১টার দিকে উপজেলা প্রানিসম্পদ কার্যালয়সহ ডুমুরিয়া কলেজ, বারোয়ানি বাজার, তার নিজ গ্রাম উলাস্থ মাদ্রাসায় মতবিনিময় এবং দুপুরে যুব সংঘ মাঠে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল পর্যায়ে শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সর্বশেষ সন্ধ্যার আগেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।