১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

সোনম ম্যাজিক

প্রতিদিনের ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর ২০২২ সালে মা হয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বাভাবিকভাবেই ওজন বেড়েছিল তার। সম্প্রতি সে বিষয়েই কথা বলেছেন তিনি। সোনম কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ওজন কমানোর কথা জানিয়েছেন। এতে তিনি লিখেছেন, কি দারুণ! ২০ কেজি কমিয়েছি, আরও বাকি ৬ কেজি। এ ছাড়া ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেন সোনম। ওই ভিডিওতে স্নোম্যান গানটি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। শেষে লেখেন, তোমার সঙ্গে গান শুনতে ভালোবাসি। আমার ভালোবাসা। তবে ঠিক কতোদিনে সোনম কাপুর ২০ কেজি ওজন কমিয়েছেন, সেটি তার পোস্টে জানাননি।
এর আগে আরেকটি পোস্টে সোনম কাপুর লেখেন, নিজেকে পুনরায় অনুভব করতে ১৬ মাস সময় নিয়েছি। ক্রাশ ডায়েট, পাগলের মতো ওয়ার্কআউট না করে ধীর-স্থিরভাবে, সন্তানের ও নিজের যত্ন নিয়েছি। আমি ঠিক যেখানে থাকতে চাই, এখনো সেখানে পৌঁছাইনি। আমি আমার শরীর নিয়ে এখনো কৃতজ্ঞ। একজন নারী হওয়া বিস্ময়কর। ডায়েট ছাড়া এমন অর্জনে অনুরাগী বলছেন, কীভাবে এ অসম্ভবকে সম্ভব করলেন! আসলেই ম্যাজিক। প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৮ই মে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। এরপর স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান। স্বামী-সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। এদিকে দুই বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে ‘ব্লাইন্ড’ সিনেমায় অভিনয় করেন সোনম। গেল বছরের ৭ই জুলাই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পায় এটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়