২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে মাাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে। রোববার বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষক সমিতির আয়োজনে প্রতিযোগীতায় উপজেলার প্রায় ৭০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ্যাথলেটিক্স, ক্রিকেট, ব্যাডমিন্টন ও ভলিবলের প্রায় ৩০ ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, মোবারক
আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন টিপু, কুমারহাটি দাখিল মাদরাসার সুপার ওসমান গনি, ছলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার,মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। প্রতিযোগীতার দলীয় খেলায় ক্রিকেটে সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ভলিবলে বঙ্গবন্ধুমাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন, সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ওয়াসিম ও মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খাইরুল ইসলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়