প্রতিদিনের ডেস্ক
স্মরণকালের তীব্র ঠাণ্ডা পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এ ঠাণ্ডা গত এক সপ্তাহ ধরে চলছে এবং এ সপ্তাহের শেষ পর্যন্ত চলতে থাকবে। কানাডার মধ্যপশ্চিমাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের দিকে আসছে হীমশীতল ঠাণ্ডা বাতাস। আর এ ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অপরদিকে নিউইয়র্কের বাসিন্দাদের সতর্কতা দেয়া হয়েছে, চলমান এ ঠাণ্ডার মধ্যে সেখানকার রাস্তাঘাট ঝুঁকিপূর্ণ কালো বরফে ঢেকে যেতে পারে। আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, সেখানে শুক্রবার তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে। অপরদিকে তীব্র শীতকালীন ঝড় আঘাত হেনেছে প্রশান্ত উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যপশ্চিমাঞ্চল, সমভূমি, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে। এরসঙ্গে সেখানে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠাণ্ডা , প্রচণ্ড তুষারপাত, বরফ ঝড়, ফ্রিজিং রেইন এবং তীব্র বাতাস। যা গত দুই সপ্তাহ ধরে চলছে। আগামী সপ্তাহের আগে এ পরিস্থিতি কাটার কোনো সম্ভাবনা নেই।