২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বসুন্দিয়ায় নব-নির্বাচিত এনামুল হক এমপিকে ফুলেল সংবর্ধনা প্রদান

অমল পালিত, বসুন্দিয়া
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নব নির্বাচিত যশোর-৪ আসনের এমপি এনামুল হক বাবুলকে ফুলেল গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ জানুয়ারি রবিবার বিকাল চারটায় জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদানের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অহেদুর রহমান। সাবেক যুবলীগ নেতা ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নির্বাচিত এমপি এনামুল হক বাবুল। উচ্ছসিত জনতা শ্লোগানে এবং ফুলে ফুলে বরণ করে নেয় প্রিয় সংসদ সদস্যকে। এসময় সংসদ সদস্য এনামুল হক বাবুল আপ্লুত হয়ে সকলের ভালবাসায় সিক্ত হন। তিনি মত বিনিময় শেষে সকলের আন্তরিকতা ও সদিচ্ছা কামনা করে বলেন, আমরা সকলেই বাংলাদেশ আওয়ামীলীগের অব্যাহত উন্নয়নের অগ্রযাত্রা সহযাত্রী। সর্ব পর্যায়ে আরও উন্নয়নের লক্ষ্যে কর্তব্য পরায়ণ হয়ে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করবো, যেন আমার নির্বাচনী এলাকার সকল জনগণের সামগ্রীক উন্নয়ন সম্ভব হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ খান, সাংগাঠনিক সম্পাদক হারুন অর-রশীদ, মিজানুর রহমান স্বপন, আজিজুর রহমান, নজরুল ইসলাম, মেম্বার আতিয়ার রহমান খান, মেম্বার আব্দুল কাদের, শওকত জাহান সুপ্ত, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, রেজাউল ইসলাম, শেখ ফারুক হোসেন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়