রাজগঞ্জ প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটি সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে গঠন করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি-২০২৪) সকালে রাজগঞ্জ বাজারস্থ উন্মুক্ত অডিটরিয়ামে বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের পরিচালনায় এক আলোচনা ও উপস্থিত সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে আবুল বাসার চাকলাদারকে সভাপতি, সুকেশ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক, মফিজুর রহমানকে কোষাধ্যক্ষ, মাষ্টার জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এসময় রাজগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।