প্রতিদিনের ডেস্ক
শোয়েব মালিক এবং সানিয়া মির্জার বিচ্ছেদের গুঞ্জন গত এক বছর ধরেই। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে সানিয়া লেখেন, ‘‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভাল নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়। এটা সব সময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’’ সানিয়ার এই পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও বিয়ে করেছেন তার সন্তানের বাবা শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এটি তৃতীয় বিয়ে। ২০০৬ সালে আয়েশা সিদ্দিকীকে বিয়ে করেন তিনি। সেই সংসার টেকে ৪ বছর। এরপর ২০১০ সালে মালাবদল করেন সানিয়ার সঙ্গে। এই সংসারও বেশি দিন টিকল না। এবার পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর দিলেন মালিক নিজেই। শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন মালিক। চারদিকে যখন পাকিস্তানি অলরাউন্ডারের বিয়ে নিয়ে কথাবার্তা চলছে, তখন তিনি আজ (শনিবার) বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে খেলতে নেমে পড়েছেন মাঠে। মালিকের নতুন বিয়ের খবর সামনে আসার পর আলোচনায় আসছে মালিকের দ্বিতীয় স্ত্রী সানিয়ার পুরোনো সেই পোস্ট। এর আগে, গত ৮ জানুয়ারি আরেকটি ইনস্টাগ্রাম পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দেন ভারতীয় টেনিস খেলোয়াড়। একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন কোনোকিছু আপনার মনের শান্তি নষ্ট করে, তাকে যেতে দিন।’ এ ছাড়াও সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েব মালিকের সঙ্গে পোস্ট করা সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন তিনি। এদিকে বিয়ের খবর চাউর না হতেই টেনিস তারকা নোভাক জোকোভিচ ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। সানিয়ার সঙ্গে একটি কথোপকথনে জানালেন, তিনি চান সানিয়াকে দেখে ভারত থেকে আরও বেশি ছেলেমেয়ে টেনিস খেলতে আসুক।
শোয়েব যে দিন নিজের তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে আনলেন সে দিন সানিয়া ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনের কাজে। সম্প্রচারকারী সংস্থার বিশ্লেষক হিসাবে কাজ করছেন তিনি। প্রতিদিনই তাকে স্টুডিয়োতে দেখা যাচ্ছে। তিনিই সাক্ষাৎকার নিয়েছিলেন বিশ্বের এক নম্বর তথা ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচের।
প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিককে ডিভোর্স দিয়ে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক। ২০১৮ সালে তাদের প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। ২০২২ সালে সর্বপ্রথম এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে মালিকের বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায় তখন। তবে দুজনের কেউই তখন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।