১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অনোয়ারা ক্লিনিক সিলড, হাজীতে জরিমানা

বাঘারপাড়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা সদরের ৮ টি ও নারিকেলবাড়িয়া বাজারে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসী। আদালত সূত্রে জানা গেছে, ডাক্তার, নার্স না থাকা, কাগজপত্রে ত্রুটিসহ একাধিক অভিযোগে উপজেলা সদরের মজিদ মার্কেটে আলমগীর হোসেনের আনোয়ারা ক্লিনিক এ্যন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। অন্যদিকে এক্স-রে টেকনিশিয়ান না থাকায় হাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এসএম মোস্তফা কাইয়ুম, ডাঃ সুবির বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক মনিরা খাতুন, এসআই অনিমেষসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসী বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়