খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ম্যানেজিং সাইটেশন এন্ড রেফারেন্স’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ২২ জানুয়ারি (সোমবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ম্যানেজিং সাইটেশন এন্ড রেফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়। আমরা টিচিং ইউনিভার্সিটি থেকে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটির দিকে অগ্রসর হচ্ছি। এক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ ছিল রিসার্চ ফান্ডিং, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট। দ্বিতীয় পদক্ষেপ ছিল মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা সহায়তা প্রদান, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই কৃতিত্বের দাবিদার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য বলেন, গবেষণালব্ধ ফলাফল প্রকাশের সময় সাইটেশন, রেফারেন্স এবং ফরমেটিংয়ের ক্ষেত্রে আমরা প্রায়শই কিছু ভুল করি। প্রযুক্তি এবং সফটওয়্যারের বদৌলতে আমরা সহজেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছি। তবে এর সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এসময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পারসন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। এ প্রশিক্ষণে বিভিন্ন ডিসিপ্লিনের আন্ডারগ্র্যাজুয়েট ৪র্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের ১৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।