২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

টেনসর জি ফাইভ উৎপাদনে কাজ করবে টিএসএমসি

প্রতিদিনের ডেস্ক
টেনসর জি ফাইভ চিপটি পরীক্ষা করতে কেওয়াইইসির সঙ্গে কাজ করবে গুগল। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, পরবর্তী পিক্সেল স্মার্টফোনের চিপ উৎপাদনে স্যামসাং থেকে সরে আসতে পারে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টেনসর জি ফাইভ চিপটির উৎপাদন টিএসএমসিতে স্থানান্তরিত হতে পারে। খবর গিজমোচায়না।
কেওয়াইইসির তাইওয়ান-ভিত্তিক একটি প্রযুক্তি কোম্পানি যারা চিপ পরীক্ষার পরিষেবা দিয়ে থাকে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই চিপ উৎপাদন পরীক্ষা শুরু করবে গুগল।
চিপ উৎপাদন কার্যক্রম টিএসএমসিতে স্থানান্তর করলে ডিজাইনের ওপর আরো নিয়ন্ত্রণ অর্জন করবে গুগল। যার মাধ্যমে আরো শক্তিশালী ও কার্যক্ষম প্রযুক্তির পিক্সেল ফোন তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ পদক্ষেপ গুগলের প্রথম সম্পূর্ণ কাস্টম চিপসেট ডিজাইনের দিকে এগিয়ে যাওয়া। আগে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি প্রসেসর নির্মাণে স্যামসাংয়ের ওপর নির্ভরশীল ছিল।
পরিবর্তন সত্ত্বেও স্যামসাংয়ের সঙ্গে গুগলের অংশীদারত্ব অব্যাহত রয়েছে। বাজারজাতের অপেক্ষায় থাকা পিক্সেল ৯ সিরিজে টেনসর জি ফোর চিপটি স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রসেসর প্রযুক্তিতে তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়