৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় খাল পুনঃখননের উদ্বোধন জমির মালিকদের মুখে হাসি ফুটলো

মাজাহারুল ইসলাম মিথুন,পাইকগাছা
খুলনার পাইকগাছায় শিলেমানপুর পানি সরবরাহের একমাত্র খাল পুনঃখননের উদ্ধোধনের ফলে হাজারও বিঘা জমির মালিক কৃষকদের মুখে হাসি ফুটেছে।উপজেলার আগড়ঘাস্থ শিলেমানপুর এ বিলে পানি সরবরাহের পথটি বন্ধ থাকায় জমির মালিক কৃষকরা ছিল অসহায়ের মধ্যে।একমাত্র খালটি ভরাট হয়ে জমি জমান হয়ে যায়। ফলে নদীর পানি উঠা-নামায় ব্যহত হওয়ায় দীর্ঘদিন পর এটা পুনঃখননের উদ্যোগ নেয় কতৃপক্ষ । সে মোতাবেক সোমবার সকালে এর উদ্ধোধন করেন খুলনা-৬ এর নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। প্রাথমিকভাবে ৬ লাখ টাকা নিয়ে সরকারী খাস জায়গায় এ খাল খননের কাজ শুরু করা হলো। পরবর্তীতে আরও বাজেট নিয়ে বিস্তর প্রকল্প নেয়া হবে বলে উপজেলা প্রশাসনের মাধ্যমে জানা গেছে। খালের দৈর্ঘ ধরা হয়েছে ১.৬ কিলোমিটার, প্রস্থ ২৬ ফুট ও গভীরতা ৮ ফুট। এর ফলে এক হাজার বিঘা জমিতে পানি সরবরাহের সু-ব্যসবস্থা নিশ্চিত হলো।এ উপলক্ষে চরের বিল স্লুয়েজ গেটের পাশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু , উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, প্রকল্প ম্যানেজার কৃষিবিদ এস এম ফেরদৌস। প্রভাষক আ. হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার জোয়াদ্দার, অব. প্রধান শিক্ষক মো. মোস্তফা কামরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড় ও ইউপি সদস্য বদরুল মোড়ল।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়