৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পুলিশ দেখেই বাস থেকে নেমে দৌড়, গাঁজাসহ গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
পুলিশ দেখে দূরপাল্লার বাস থেকে নেমে দৌড়ে পালানোর সময় দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার হলেন একাধিক মাদক মামলার আসামি খোসবার মন্ডল (৫২)। তিনি গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে। সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার আমঝুপিতে মেহেরপুর-ঢাকা রুটে চলাচল করা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে স্কচটেপে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। মেহেরপুরের জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডলের নেতৃত্বে উপ-পরিদর্শক নূর মোহাম্মদ মোস্তফা তার দল নিয়ে অভিযান চালান। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপিতে চেকপোস্ট স্থাপন করা হয়। বাসে তল্লাশি শুরু করলে মাদক কারবারি খোসবার মন্ডল বাস থেকে নেমে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে ধরে ফেলেন। তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। খোসবার মন্ডলের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় তার নামে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়