নিজস্ব প্রতিবেদক
যশোরের একটি নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার আসামিদের জমিন আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, যশোর সদরের চঁঁাঁচড়া পশ্চিমপাড়ার মৃত রইমুদ্দিন মোল্যার ছেলে আবু হানিফ, করিচিয়িা গ্রামের সৈয়দ আলী বিশ্বাসের ছেলে আনোয়ারুল ইসলাম, মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সালাম, আব্দুর রবের ছেলে আনোয়ার হোসেন, সাড়াপোল গ্রামের আবু বক্কারের ছেলে নুর ইসলাম, বড়মেঘলা গ্রামের নওশের আলীর ছেলে রবিউল ইসলাম, ছোটমেঘলা গ্রামের কলিমউদ্দিনের ছেলে ফরিদ আহেমদ ও বানিয়াবহু গ্রামের রবিউল ইসলামের ছেলে আলী হোসেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর সকালে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের মন্ডলগাতি গ্রামের তিনরাস্তা মোড়ে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ টি ককটেল। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে ৩৯ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার ওই আসামিরা দীর্ঘদিন পলাতক থেকে পুলিশী গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।