৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এবারও জোকোভিচকে থামাতে পারেননি ফ্রিটজ

প্রতিদিনের ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনে আধিপত্য ধরে রেখেছেন নোভাক জোকোভিচ। রেকর্ড ১১তম শিরোপা নিশ্চিত করতে টেইলর ফ্রিটজকে হারিয়ে নিশ্চিত করেছেন রেকর্ড ৪৮তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল। ১২তম বাছাই যুক্তরাষ্ট্রের টেইলরকে হারালেও জোকোভিচকে ঠিকই পরীক্ষা দিতে হয়েছে। তাও আবার মেলবোর্নের অসহ্য গরমে। প্রথম সেটে তুমুল লড়াইয়ের পর ৩৬ বছর বয়সী ৭-৬ (৩) গেমে জিতেছেন। দ্বিতীয় সেটে হেরে যান ৪-৬ গেমে। তার পর ঘুরে দাঁড়িয়ে বাকি দুই সেট নিশ্চিত করেছেন ৬-২, ৬-৩ গেমে। আগের আট বারের দেখায় কখনও জোকোভিচ বাধা পার হতে পারেননি ফ্রিটজ। ২০২১ সালে এই মেলবোর্ন পার্কে পাঁচ সেটের লড়াইয়ের জন্ম দিয়েও হেরেছেন তিনি। জোকোভিচ এখানে ২০১৮ সালের পর হার দেখেননি তিনি। জিতেছেন ৩৩টি সিঙ্গেলস। ফাইনালে যাওয়ার লড়াইয়ে তার সম্ভাব্য প্রতিপক্ষ চতুর্থ বাছাই ইয়ান্নিক সিনার কিংবা রাশিয়ান পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়