৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

নাটকীয় ড্রয়ে শেষ ষোলোয় মিসর, ঘানার আক্ষেপ

প্রতিদিনের ডেস্ক
আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ ‘বি’র গত রাতটা ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের গতিপ্রকৃতি এমন ছিল যে একটা পর্যায়ে কেপ ভার্দে ও ঘানার পর তৃতীয় হওয়ার পথে ছিল মিসর। মিসর মুখোমুখি হয়েছিল কেপ ভার্দের। আর ঘানার বিপক্ষে খেলছিল মোজাম্বিক। কাপ ভার্দের পর ঘানা দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় যাওয়ার রাস্তাটা তৈরি করে রেখেছিল। কিন্তু দুটি ম্যাচেই সব হিসেব নিকেশ বদলে যায় যোগ হওয়া সময়ে। যোগ হওয়া সময়ে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে সালাহর দল। আর ঘানা শুরুতে ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ দিকে সেটা হাতছাড়া করেছে দুই গোল হজম করে। এই ম্যাচেও যোগ হওয়া সময়ে দুই গোল দিয়ে স্কোর লাইন ২-২ করেছে মোজাম্বিক। তাতে এখন গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার শঙ্কায় ঘানা। এখন চারটি তৃতীয়সেরা দলের একটি হতে বুধবার মাঠে নামবে তারা। অবশ্য বাকি গ্রুপের ফলগুলোও এক্ষেত্রে তাদের পক্ষে আসতে হবে। সোমবার কেপ ভার্দে-মিসরের লড়াইটা ছিল তুমুল উত্তেজনার। কেপ ভার্দে আগেই গ্রুপ জয়ী হিসেবে নকআউট নিশ্চিত করেছে। খেলার ধারায় প্রথমার্ধের শেষ দিকে এগিয়েও যায় স্ট্রাইকার বেনচিমোলের গোলে। পাঁচ মিনিট পর তার জবাব দেয় মিসর। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল করেন ট্রেজেগেট। যোগ হওয়া সময়ে ৯০+৩ মিনিটে মোস্তফা মোহাম্মদের গোলে জয়ের স্বপ্নও দেখতে থাকে মিসর। কিন্তু শেষটা কী হতে যাচ্ছে সেটা নির্ধারণ করে দেন কেপ ভার্দের তেইক্সেইরা। ৯০+৯ মিনিটের গোলে সমতা ফেরান তিনি। কেপ ভার্দে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ৩ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে শেষ করেছে মিসর। দুই পয়েন্টে তৃতীয় অবস্থানে ঘানা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়