১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

পূজার আক্ষেপ

প্রতিদিনের ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি অভিনীত ‘ক্যাবারে’ ওয়েব সিরিজ এখন মুক্তির অপেক্ষায়। উৎসব মুখার্জি পরিচালিত সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে একজন সহজ-সরল মেয়ের সাধারণ জীবন থেকে শহরের রাতপরী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। ৬০ ও ৭০-এর দশকের এক ক্যাবারে ডান্সারের চরিত্র করতে গিয়ে যে ব্যতিক্রম এক জার্নির মধ্যদিয়ে যেতে হয়েছে টলি নায়িকাকে। সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রেরণা হিসেবে ক্যাবারে কুইন হেলেনকে বেছে নিয়েছিলেন পূজা। তার নৃত্যশৈলী, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন দেখে নিজেকে নিজের মতো তৈরি করেছেন এ অভিনেত্রী। পূজা বলেন, এখন বেশি কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না। তবে আমার বিশ্বাস, ফের সেই সময় ফিরে আসবে যখন পরিচালকরা ওই ধারার সিনেমা তৈরি করবেন। আমাকে কেউ কনটেন্ট বেজড্‌ সিনেমায় নেয়ও না। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আমাকে দিয়ে সবাই আইটেম ড্যান্স করাতে চায়।
এই ধারার সিনেমায় আমাকে ভাবেন না পরিচালকরা। মুম্বইতে কাজ করলেও কিছুদিন আগেই এ অভিনেত্রীকে এক রিয়েলিটি শোয়ে টলি তারকা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গেছে স্টেজে। ডিস্কো ড্যান্সারের সঙ্গে কাজের ইচ্ছা রয়েছে তার। প্রসেনজিতের সঙ্গেও কাজের ইচ্ছা পূরণ হয়েছে তার। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজ করতে চান এ অভিনেত্রী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়