৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রাক মৌসুমে গোলই পাচ্ছে না মেসির ইন্টার মায়ামি

প্রতিদিনের ডেস্ক
প্রাক মৌসুমে কিছুতেই গোলের দেখা পাচ্ছে না ইন্টার মায়ামি। সর্বশেষ ম্যাচে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এবার এফসি ডালাসের কাছে প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছে। অথচ গোল না পাওয়া দুটি ম্যাচেই প্রাণভোমরা লিওনেল মেসি খেলেছেন। টানা দ্বিতীয় ম্যাচে মেসি সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজকে নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু কোনও ব্যবধান গড়ে দিতে পারেননি তারা। ম্যাচের ৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন জেসুস ফেরেইরা। ড্রেক ক্যালেন্ডারকে পরাস্ত করে দূরের জালে বল পাঠান তিনি। মেসি নিজেও গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ১২ মিনিটে তার দুটি শটই সেভ করেছেন ডালাস গোলকিপার মাইকেল কোলোডি। ২৭ মিনিটে সতীর্থ সুয়ারেজের পাস থেকেও আরেকটি সুযোগ পেয়েছিলেন তিনি। সেটি চলে যা লক্ষ্যের বাইরে। মেসির মতো প্রথমার্ধে সুয়ারেজেরও সুযোগ ছিল গোল করার। প্রথমটিতে গোল বরাবর শট নিলেও সেটি সেভ করে তাকে হতাশ করেছেন কোলোডি। ৪৪ মিনিটে দ্বিতীয় শট চলে যায় অনেক বাইরে দিয়ে। দ্বিতীয়ার্ধে দুজনের রসায়ন ছিল চোখে পড়ার মতো। কিন্তু বার্সার মতো সেই পুরনো দিনের ম্যাজিকের পুনর্মঞ্চায়ন করতে পারেননি তারা। ঘণ্টা খানেকের মাথায় তো দুজনকেই উঠিয়ে নেন কোচ জেরার্ডো মার্টিনো। এই ম্যাচের পর সৌদি আরব ও জাপান সফরে দুটি করে ম্যাচ খেলবে মেসিরা। মরুর বুকে ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসরেরও মুখোমুখি হবেন তিনি। জাপান সফরের পর ঘরে ফিরে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েসের মুখোমুখি হবেন কাতার বিশ্বকাপ জয়ী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়