১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভারতে অবতরণের সময় মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত

প্রতিদিনের ডেস্ক
ভারতে অবতরণের সময় মিয়ানমার সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিজোরামের ডিজিপির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি ছোট ছিল এবং পাইলটের সাথে আরো ১৪ জন আরোহী ছিলেন। খবর এনডিটিভির। মঙ্গলবার ওই প্রতিবেদনটিতে বলা হয়, ৪ জন আরোহীর মধ্যে ৬জন আহত হয়েছেন, আর ৭জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। জানা গেছে, সেনাবাহিনীর বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়