২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মুজিবনগরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি
৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জহির উদ্দিন হালসানা (২৭) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে মুজিবনগর উপজেলার বটতলার মোড় মুজিবনগর হেলিপ্যাডের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক জহির উদ্দিন মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের ছয়রুদ্দিন হালসানার ছেলে। জেলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. তরিকুল ইসলামের নেতৃত্ব এসআই (নি.) অরুণ কুমার দাস এএস আই (নি.) মোহাম্মদ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।ফেনসিডিল উদ্ধারের ঘটনায় রাতেই ডিবি পুলিশের পক্ষ থেকে মুজিবনগর থানায় মামলা করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়