১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে চৌগাছায় নারী সমাবেশ অনুষ্ঠিত

চৌগাছা সংবাদদাতা
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)র আওতায় জেলা তথ্য অফিস যশোর কর্তৃক আয়োজিত চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় এক নারী সমাবেশও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিস যশোরের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, বর্নি বিশেষ ক্যাম্পের সুবেদার আহসান উল্লাহ, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী, বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জীবনে বড় অফিসার হবার থেকে ভাল একজন মানুষ হতে হবে। একটা পরিবারে একজন সন্তান মানুষ হবার ক্ষেত্রে বাবার থেকে মায়ের ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, মানবপাচার, মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ, ইভটিজিং প্রভৃতি উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধও জনসচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাবেশে প্রায় দুই শতাধিক নারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়