৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাকিবকে কিংবদন্তি আখ্যা বাবরের

প্রতিদিনের ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে একে অন্যের প্রতিপক্ষ হয়ে খেলেন বাবর আজম এবং সাকিব আল হাসান। তবে চলমান বিপিএলে একই দলের হয়ে খেলছেন এই দুই তারকা ক্রিকেটার। যদিও চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আজকের ম্যাচে খেলছেন না সাকিব। অন্যদিকে, জাতীয় দলের খেলা শেষে গতকাল ক্রাইস্টচার্চ থেকে ঢাকা এসে আজই রংপুরের জার্সিতে খেলতে নেমে গেছেন বাবর। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামার আগে কথা বলেছেন ব্রডকাস্ট চ্যানেলের সঙ্গে। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় এত বছর ধরে সাকিবকে দেখছেন এবার আপনারা একই দলে। বাবর বলেন, ‘সে (সাকিব) একজন কিংবদন্তি। সে অভিজ্ঞ খেলোয়াড় তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমাদের জন্য এটা ভালো যে, দলে সাকিব আল হাসান আছে।’ সুদূড় নিউজিল্যান্ড থেকে এসেই ম্যাচ খেলা নিয়ে বাবর বলেন, ‘দীর্ঘ বিমান যাত্রা শেষে এসেছি। এখানে আসার জন্য দুটি ফ্লাইট ধরতে হয়েছে। বিশ্রাম নিয়ে নিজেকে এই ম্যাচের জন্য প্রস্তুত করেছি। যখনই খেলতে নামি, প্রত্যাশা সবসময়ই উপরেই থাকে। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জেতার।’ মিরপুরের উইকেট সম্পর্কে জানতে চাইলে বাবর বলেন, ‘এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। সত্যি বলতে আমিও এই পিচের আচরণ সম্পর্কে বলতে পারব না। প্রতিবার ভিন্ন আচরণ করে। এখন তো মনে হচ্ছে ভালো উইকেট। কিছুটা ময়েশ্চার আছে। প্রথম কয়েক ওভার গুরুত্বপূর্ণ আর কি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়