১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

অবিতর্কিত বকেয়া ও বিতর্কিত মামলার নিষ্পত্তি করতে হবে

প্রতিদিনের ডেস্ক
ব্যবসায়ীদের অবিতর্কিত বকেয়া পরিশোধ ও বিতর্কিত বকেয়ার মামলা বিকল্প নিষ্পত্তির মাধ্যমে নিষ্পন্ন করে রাজস্ব আদায়ে সর্বাত্মক সহায়তা চেয়েছেন বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কর কমিশনার মো. ইকবাল বাহার।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে এনবিআরের মাল্টিপারপাস হলে আয়োজিত সেরা করদাতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসাবে ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ‘বিশেষ সম্মাননা’ দেয় জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।যেখানে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রধান অতিথি এবং কর কমিশনার ইকবাল বাহার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।
ইকবাল বাহার বলেন, ‘যত বেশি আয় তত বেশি কর’- এই নীতিতে আয়কর একদিকে উন্নয়নের জন্য অর্থায়ন করছে অন্যদিকে সমাজের আয় ও সম্পদ বৈষম্য নিরসন করে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে। তাই আমাদের মোট রাজস্বে আয়করে হিস্যা বাড়াতে হবে, এর বিকল্প নেই। এটা ৫০ থেকে ৬০ ভাগে উন্নীত করতে হবে।
সম্মানজনক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য ব্যবসায়ীদের সহায়তা চেয়ে কর কমিশনার বলেন, ব্যবসায়ীদের অবিতর্কিত বকেয়া পরিশোধ ও বিতর্কিত বকেয়া এডিআরের মাধ্যমে নিষ্পন্ন করতে এলটিইউর পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। গত অর্থবছরে শুধু জুন মাসে এডিআরের মাধ্যমেই ৯১৫ কোটি টাকা সরকারি কোষাগারে আনতে সক্ষম হয়েছে। এছাড়া উৎসে কর কাটার বিধান ও পিএসআর সঠিকভাবে পরিপালন হচ্ছে কি না তা নজরে রাখতে হবে।
অনুষ্ঠানে ১৪ ক্যাটাগরিতে ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ‘বিশেষ সম্মাননা’ দেয় জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়