প্রতিদিনের ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের আগে করোনা আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার হেডকোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। যে কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ব্রিজবেন টেস্টে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে গ্রিনের। বর্তমান ম্যাকডোনাল্ড ও গ্রিনকে দল থেকে আলাদা করে রাখা হয়েছে। তবে করোনা নেগেটিভ হলে ব্রিজবেন টেস্টে গ্রিনকে দলে নিতে প্রস্তুত ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে অ্যাডিলেডে প্রথম টেস্টের পর করোনা আক্রান্ত হয়েছিলেন টপঅর্ডার ব্যাটার ট্রাভিস হেড। তবে গতকাল তার শরীর পরীক্ষার পর করোনা নেগেটিভ বলে জানা গেছে। যে কারণে আজ বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। শেষ টেস্টেও খেলার জন্য প্রস্তুত হচ্ছেন হেড। যদি গ্রিন টেস্ট ম্যাচটি মিস করেন, তাহলে অ্যাডিলেডে প্রথমবারের মতো ওপেনিং করা ব্যাটার স্টিভ স্মিথকে মিডলঅর্ডারে ব্যাট করতে দেখা যেতে পারে। আর উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন ম্যাট রেনশো। ব্রিজবেন টেস্ট হবে দিবারাত্রির ম্যাচ। এমন ম্যাচ খেলার অভিজ্ঞতায় অস্ট্রেলিয়া থেকে অনেকদূর পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দল হিসেবে ফেবারিট অস্ট্রেলিয়া। এর আগে প্রথম টেস্টে ক্যারিবীয়দের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অসিরা।