২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কোহলির পরিবর্তে ভারতের টেস্ট স্কোয়াডে রয়্যাল চ্যালেঞ্জার্স তারকা

প্রতিদিনের ডেস্ক
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। তার পরিবর্তে দুই ম্যাচের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সতীর্থ রাজত পাতিদার। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। তবে এই ম্যাচে পাতিদারকে খেলানো হবে কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। সম্প্রতি টেস্ট ক্রিকেটে দারুণ ফর্মে আছেন পাতিদার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় ‘এ’ দলের হয়ে ১১১ রান করেন মধ্যপ্রদেশের তারকা। আহমেদাবাদে পরের অনানুষ্ঠানিক ম্যাচেই ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টের আগে শ্রেয়াস আয়ার যদি চোট থেকে সেরে উঠতে পারেন, তাহলে হয়তো ভারতের টেস্ট দলে অভিষেক পেতে অপেক্ষা বাড়তে পারে পাতিদারের। আর যদি আয়ার চোট থেকে মুক্ত হতে না পারেন, তাহলে আগামীকাল হায়দরাবাদে ব্যাগি গ্রিন পেতে পারেন পাতিদার। গেল বছরের ডিসেম্বরে ভারতের ওয়ানডে দলে অভিষেক হয়েছে পাতিদারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচে সাই সুদর্শনের সঙ্গে ওপেনিংয়ে নেমে ২২ রানের ইনিংস খেলেন তিনি। ২০২২ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পাতিদার। ৭ ইনিংসে ১৫২.৭৫ স্ট্রাইকরেটে ৫৫.৫০ গড়ে ৩৩৩ রান করেছেন তিনি।ইলিমিন্যাটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান পাতিদার। ওই ম্যাচে ৫৪ বলে ১১২ রান করেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়