৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকেই ব্লক করতে পারবেন

প্রতিদিনের ডেস্ক
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত চ্যাট করছেন কারও না কারও সঙ্গে। ছবি, ভিডিও, ফাইল শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে। এছাড়া কমবেশি সবাই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন। এবার গ্রুপের জন্য নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ।
চাইলে কোনো গ্রুপের অ্যাডমিনকে ব্লক করে রাখতে পারবেন। সাধারণত অ্যাডমিনরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতা হিসেবে কাজ করেন। কেবল তাদেরই অধিকার থাকে কোনো অংশগ্রহণকারীকে গ্রুপে যুক্ত করা বা সরানোর। কিন্তু সাধারণ সদস্যরা যদি গ্রুপ ছেড়ে না গিয়ে কোনো অ্যাডমিনকে চান, ব্লক করে দিতে পারেন। তবে সেক্ষেত্রে একজন অচেনা ব্যক্তি এবং যারা ফোনের কন্ট্যাক্ট-এ যুক্ত তাদের ক্ষেত্রে পদ্ধতি আলাদা হবে।
দেখে নিন কাজটি কীভাবে করবেন-
অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীরা যদি তাদের কন্ট্যাক্টে না থাকা কোনো ব্যক্তিকে ব্লক করতে চান তাহলে-
>> প্রথমেই নির্দিষ্ট গ্রুপ চ্যাটে যেতে হবে।সেখানে ‘গ্রুপ নেম’-এ ট্যাপ বা ক্লিক করতে হবে।
>> তারপর সদস্যদের নামের তালিকায় যেতে হবে।
>> যে অ্যাডমিনকে ব্লক করতে চান তার নাম খুঁজে বের করতে হবে।
অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারীরা যদি তাদের কন্ট্যাক্টে থাকা কোনো ব্যক্তিকে ব্লক করতে চান তাহলে-
>> হোয়াটসঅ্যাপ খুলে মেন্যু থেকে মোর অপশনে যেতে হবে।
>> সেটিংস অ্যান্ড অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।
>> এরপর প্রাইভেসি বলে একটি অন্য পেজ খুলে যাবে।
>> সেখানে ব্লকড অপশনে যেতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়