প্রতিদিনের ডেস্ক
বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বাছাই করতে নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে পুরুষদের জন্য ঘটা করে তেমন আয়োজন করা হয়না। সুন্দর বা আকর্ষণীয় সবার কাছে এক নাও হতে পারে। একেক জনের কাছে সৌন্দর্যের সংজ্ঞা একেক রকম। এটি নির্ভর করে যিনি দেখছেন তার উপর।
তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। মিলিয়ে নিন আপনার পছন্দের কেউ আছেন কি না সেই তালিকায়-
সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথমেই রয়েছেন কিম তেই হিউং। যাকে ভি নামেই চেনেন সবাই। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল বিটিএসের অন্যতম সদস্য তিনি। ব্যান্ডে পারফর্ম করার পাশাপাশি নিজে গান লেখেন, কম্পোজ করেন এবং গান। গত ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদানের আগে ভি লেওভার নামে একটি অ্যালবাম প্রকাশ করেন, যা শ্রোতামহলে সমাদৃত হয়। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রতি তিনি অ্যান্টি-টেরোরিজম ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন।
তালিকায় ভি এর পরেই আছেন প্রাক্তন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের। এই ফুটবলারের প্রেমে পড়েননি এমন ফুটবলপ্রেমী কমই আছেন। বিশেষ করে নারীরা। একাধিক জেনারেশন ধরে তার রূপের ভক্ত মানুষ। ভোটিংয়ে ২ নম্বরে রয়েছেন ডেভিড বেকহ্যাম।
৩য় অবস্থানে আছেন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী রায়ান রেনল্ড। ডেডপুল-এ ওয়েড উইলিয়মসনের চরিত্রে নজর কেড়েছিলেন রায়ান। এছাড়া তিনি অভিনয় করেছেন সার্ভিং ইন সাইলেন্স: দ্য মার্গারেথ ক্যামারমেয়ার স্টোরি, ন্যাশানাল ল্যাম্পুনস ভ্যান উইল্ডার, ফিন্ডারস ফি, জাস্ট ফ্রেন্ডস, ডেফিনিটলি, মেবি, দ্য প্রোপোসাল, দ্য অ্যামিটিভিল হরর, দ্য চেঞ্জ-আপ, স্মোকিং এসেস, অ্যাডভেঞ্চারল্যান্ড, বেরিড, সেফ হাউস ও ক্রিমিনাল চলচ্চিত্রে।
হেনরি কাভিল, যিনি সুপারম্যান হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। বিশ্বের আকর্ষণীইয় পুরুষের তালিকায় হেনরি আছেন ৪ নম্বরে। ২০১৩ সালে ম্যান অব স্টিল করে নজর কেড়েছিলেন এই অভিনেতা।
তালিকায় এর পরের অবস্থানেই আছেন বলিউডের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। এক রাতে সুপারস্টার হয়েছেন তিনি কহো না প্যায়ার হ্যায় ছবির পর। ৫০ বছর বয়সেই তিনি তার সৌন্দর্য ও ফিটনেস দিয়ে নজর কেড়েছেন বিশ্বের বহু নারী ভক্তের।
এরপর রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, শক্তিশালী অ্যাভেঞ্জার থর অভিনেতা ক্রিস। তারপর আছেন এক সময়ের বিশ্বের সবচেয়ে সুপুরুষ জর্জ ক্লুনি। এখন তালিকায় সপ্তম। ৬১ বছরের জর্জ ক্লুনি প্রজন্মের পর প্রজন্ম আকর্ষণীয় পুরুষের তালিকায় রয়েছেন।
ব্র্যাড পিটকে কীভাবে ভুলবেন? মোস্ট হ্যান্ডসাম পুরুষদের তালিকায় ব্র্যাড রয়েছেন অষ্টম স্থানে। তারপরের অবস্থানেই আছেন রায়ান গলসিং, লম্বা ও পেশিবহুল চেহারার অভিনেতা। ছবি ও টেলিভিশন দুই জায়গায় অভিনয় করে সেরা আকর্ষণীয় পুরুষদের তালিকায় নবম তিনি।
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বা সুদর্শন পুরুষের তালিকায় টম ক্রুজ থাকবে না, সেকথা কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না। বিশ্বের অন্যতম জনপ্রিয় সেরা এই হলিউড অভিনেতা২০২৪ সালে আকর্ষণীয় পুরুষদের তালিকায় আছেন দশম স্থানে
সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, গিক ফর গিক