প্রতিদিনের ডেস্ক
নলতার অতৃপ্ত আত্মা। গ্রামের লোককে ভয় দেখাতে পারে। কিন্তু ক্ষতি করার ক্ষমতা নেই। যতক্ষণ না ওকে কেউ স্বপ্নে দেখতে পায়। যদি এমনটা হয় তাহলে? তাহলেই সেই স্বপ্নের সাহায্যেই নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবে। কী এই স্বার্থ? উত্তর মিলবে সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘ভূতপরী’তে। এ ভূতপরী রূপে অভিনয় করেছেন জয়া আহসান। এরইমধ্যে ছবিটির ট্রেলার সামনে এসেছে। নানা রহস্য তৈরি করেছে সেটি। ২০১৪ সালে কলকাতায় ‘পেণ্ডুলাম’ ছবির মাধ্যমে সৌকর্য ঘোষাল ছবি পরিচালনায় আসেন।
প্রথম ছবি থেকেই তরুণ পরিচালকের প্রতিভার আঁচ টের পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে ‘লোডশেডিং’, ‘রক্তরহস্য’র মতো ছবি করেছেন সৌকর্য। এবার নিয়ে এলেন ‘ভূতপরী’। ছবির ২ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলারে মুখ্য ভূমিকায় নজর কেড়েছেন জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী ও বিষান্তক মুখোপাধ্যায়রা। এ ছবিতে গা ছমছমে ভয়ের ছোঁয়া আছে, আছে রহস্যের রোমাঞ্চ। এরমধ্যেই আবার ‘ভূতপরী’র সঙ্গে ছোট্ট এক ছেলের মিষ্টি বন্ধুত্বের আভাসও পাওয়া যায়। এদের দুজনের মাঝে আছে মাখনের চরিত্র। যাতে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ‘ভূতপরী’ তৈরি করেছেন সৌকর্য। জয়া আহসান বলেন, এই ছবি শুধু ভূত আর ভয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নারী চরিত্রের মৃত্যুরহস্যের মাধ্যমে ক্রাইম-থ্রিলার ঘরানাকেও ছুঁয়ে যায়। আগামী ৯ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘ভূতপরী’। সবাইকে দেখার আমন্ত্রণ।