নওয়াপাড়া সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার ভালো কাজে খাবার ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া পৌর সভার গরুহাটা এলাকায় ভাল কাজে খাবার সংগঠনের উদ্যোগে ভালো কাজের বিনিময়ে ৫০ জনকে খাবার ও কম্বল বিতরণ করা হয়। এসময় কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও ভালো কাজে খাবার সংগঠনের এর উপদেষ্টা আব্দুল সালাম শেখ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা শাহিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রব মোল্লা,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ বাবু, প্রকল্প বাস্তবায়ন কমিটির যুগ্ম সচিব শামসুল হক ঢালী,সংগঠনের সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম, শংকর রায়, গনেশ কর্মকার, আজিম শেখ, মো: কিবরিয়া সহপ্রমুখ।