৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

আয়ের দিক দিয়ে ম্যানসিটিকে পেছনে ফেলেছে রিয়াল

প্রতিদিনের ডেস্ক
গত মৌসুমে মাঠের খেলায় মন কাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে আয়ের খেলায় ঠিকই সবাইকে ছাড়িয়ে গেছে। ফুটবলের ক্লাবগুলির আয়ের র‌্যাঙ্কিং ‘ডিলোইট মানি লিগ’ অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব আয় করা ক্লাব রিয়াল মাদ্রিদ। পেছনে ফেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। এই কাজটি করে থাকে যুক্তরাজ্যভিত্তিক ‘ডিলোইট।’ বহুজাতিক পেশাদার সার্ভিস নেটওয়ার্ক প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ চারটি অ্যাকাউন্টিং ফার্মের একটি। স্প্যানিশ ক্লাবটি ২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবার আয়ের দিক দিয়ে শীর্ষস্থান অর্জন করেছে। যাদের রাজস্ব আয় ছিল সর্বমোট ৮৩ কোটি ১০ লাখ ইউরো। গত বছর থেকে রিয়ালের আয় বেড়েছে ১১ কোটি ৮০ লাখ ইউরো। ১৬ শতাংশ আয় বৃদ্ধির পেছনে ছিল খুচরা বিপণন, স্টেডিয়ামের সর্বোচ্চ দর্শক উপস্থিতি ও স্পন্সরশিপের ক্ষতি পুষিয়ে নেওয়ায়। তাদের পরেই অবস্থান গত মৌসুমে ট্রেবল জয়ী সিটির। তাদের আয় ছিল ৮২ কোটি ৬০ লাখ ইউরো। ৮০ কোটি ২০ লাখ ইউরো নিয়ে তিনে আছে প্যারিস সেন্ত জার্মেই। উন্নতি হয়েছে বার্সেলোনার। গত বছরের সপ্তম অবস্থান থেকে তারা চারে উঠে এসেছে। আয় ছিল ৮০ কোটি ইউরো। অবনতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাদের আয় ৭৪ কোটি ৬০ লাখ ইউরো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়