প্রতিদিনের ডেস্ক
সুইডেনভিত্তিক টেলিকম যন্ত্রাংশ নির্মাতা কোম্পানি এরিকসনের নতুন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লার্স স্যান্ডস্টর্ম। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কার্ল মেলান্ডারের স্থলাভিষিক্ত হলেন। আগামী ১ এপ্রিল থেকে স্যান্ডস্টর্ম নতুন পদে কোম্পানিতে যোগদান করবেন বলে এক ঘোষণায় জানা গেছে। স্যান্ডস্টর্ম বর্তমানে গেটিঙ্গের সিএফও ও নির্বাহী দলের একজন সদস্য হিসেবে রয়েছেন। ২০১৭ সাল থেকে তিনি এখানে কর্মরত। গত বছর মেলান্ডারকে পদ থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। রয়টার্স