২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এরিকসনের নতুন সিএফওর দায়িত্বে লার্স স্যান্ডস্টর্ম

প্রতিদিনের ডেস্ক
সুইডেনভিত্তিক টেলিকম যন্ত্রাংশ নির্মাতা কোম্পানি এরিকসনের নতুন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লার্স স্যান্ডস্টর্ম। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কার্ল মেলান্ডারের স্থলাভিষিক্ত হলেন। আগামী ১ এপ্রিল থেকে স্যান্ডস্টর্ম নতুন পদে কোম্পানিতে যোগদান করবেন বলে এক ঘোষণায় জানা গেছে। স্যান্ডস্টর্ম বর্তমানে গেটিঙ্গের সিএফও ও নির্বাহী দলের একজন সদস্য হিসেবে রয়েছেন। ২০১৭ সাল থেকে তিনি এখানে কর্মরত। গত বছর মেলান্ডারকে পদ থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। রয়টার্স

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়