প্রতিদিনের ডেস্ক
অ্যান্ড্রয়েডের নিয়ারবাই শেয়ারের নাম পরিবর্তন করে কুইক শেয়ার চালু করেছে গুগল ও স্যামসাং। এবার আশপাশে থাকা কন্টাক্টের সঙ্গে ফাইল শেয়ারের জন্য একই ধরনের ফিচারের পরীক্ষা চালাচ্ছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। খবর গিজমোচায়না। কুইক শেয়ার ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইস এবং ক্রোমওএস ও উইন্ডোজচালিত কম্পিউটারের মধ্যে সহজে ফাইলে শেয়ার করা যায়।
ওয়াবেটাইনফো হোয়াটসঅ্যাপের হালনাগাদ অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ফিচারটির বিষয়ে জানতে পেরেছে। এ ফিচারটি ব্লুটুথের মাধ্যমে ফাইল আদান-প্রদানের কাজ করে থাকে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ২ গিগাবাইট সাইজের ফাইল শেয়ার করতে পারবে।
ওয়াবেটাইনফো জানায়, ফিচারটি ব্যবহারের জন্য প্রেরক-প্রাপক দুজনকেই শেয়ার ফাইলস সেকশনে থাকতে হবে। শেয়ারিং কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাইল শেয়ারিং নিরাপদ রাখতে ফিচারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে।