৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

টানা চারদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়

প্রতিদিনের ডেস্ক
পঞ্চগড়ে টানা চারদিন ধরে চলছে মৃদু থকে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রতিদিন ভোর থেকেই শুরু হয় ঘনকুয়াশা। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি।
এদিকে কয়েকদিন ধরেই রাতভর ঘনকুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে আসে। সারাদিন হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকে চারদিক। বুধবার দুপুরের দিকে অল্প সময় সূর্যের আলো দেখা যায়। তবে বিকেলের মধ্যেই আবারও কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘনকুয়াশায় আচ্ছন্ন পুরো এলাকা। সঙ্গে হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হয়। হাড় কাঁপানো শীতে দূর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়