৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রেম নিয়ে বিড়ম্বনা

প্রতিদিনের ডেস্ক
বলিপাড়ায় তাদের প্রেমের খবর নতুন নয়। কয়েক মাসে একাধিকবার একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে অনন্যা পান্ডে ও আদিত্য রয় কাপুরকে। প্রথমবার পোশাকশিল্পী মণীষ মালহোত্রার ফ্যাশন শোয়ে একসঙ্গে র‌্যাম্প মাতিয়েছিলেন অনন্যা-আদিত্য। তার মাসখানেক পরে স্পেনের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম। আদিত্যর বাহুলগ্না হয়ে সূর্যাস্ত দেখছিলেন অনন্যা। দেশে ফিরেও একই গাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা গিয়েছে তাদের। বর্ষবরণের সময় লন্ডনে সময় কাটাচ্ছিলেন দু’জন। ভেবেছিলেন মুম্বই থেকে এত দূরে টের পাবেন না কেউ। কিন্তু সেখানেই অতর্কিত ক্যামেরাবন্দি হয়ে পড়লেন তারা। এক মুহূর্তে শান্তি নেই, সারাক্ষণই আতশকাঁচের তলায় তাদের সম্পর্ক।
সম্প্রতি এই বিড়ম্বনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে সিনেমার আড্ডা থেকে আদিত্য ও অনন্যার সম্পর্কের সূত্রপাত। শোটির এক পর্বে আদিত্যর প্রতি নিজের ভালোলাগার কথা স্বীকার করেছিলেন অনন্যা। তারপর থেকেই নাকি প্রেম। এবারের সিজনে আদিত্যের সঙ্গে নিজের সম্পর্ককে একপ্রকার সিলমোহর দিয়েই দিয়েছেন চাঙ্কি-কন্যা। তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসতেই একাধিক বার গোপনীয়তা ভঙ্গ হয়েছে তাদের। তবে অনন্যা রাগ করেন না। চাঙ্কি-কন্যা বলেন, আসলে এগুলো নিয়ে ভাবি না। অভিনেতাদের এগুলো জীবনের অংশ। দর্শক আমাদের প্রেম নিয়ে উৎসাহিত হবেন- এটাই স্বাভাবিক। তবে মাঝে-মধ্যে অস্বস্তি ও বিড়ম্বনায়ও পড়তে হয়। এগুলো বিস্তারিত বলতে গেলে শেষ হবে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়