৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

মাশরাফি হুইপ হওয়ায় আনন্দ মিছিল, ভবিষ্যতে মন্ত্রী হবেন আশা জেলাবাসীর

নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা জাতীয় সংসদের হুইপ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল করা হয়েছে। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মাশরাফি ভবিষ্যতে মন্ত্রী হবেন এমনটি আশা করছেন জেলাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জের মুচিরপোল থেকে আনন্দ মিছিল বের করা হয়। পুরাতন বাস টার্মিনাল হয়ে প্রধান সড়ক দিয়ে আদালত সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও মাশরাফি-ভক্তরা অংশ নেন। ‘প্রধানমন্ত্রীর জন্য নড়াইল ধন্য’ ‘মাশরাফির জন্য নড়াইল ধন্য’ স্লোগান দেন তারা। মিছিল শেষে আদালত সড়কে পথসভা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার।
মাশরাফিকে হুইপ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সভায় বক্তারা বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলেও এবং আওয়ামী লীগ সরকার গঠন করলেও জেলায় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী মর্যাদার পদে কাউকে বসানো হয়নি। এবার প্রতিমন্ত্রীর মর্যাদাপূর্ণ পদে মাশরাফিকে হুইপ নিয়োগ করায় জেলাবাসী আনন্দিত এবং খুশি।’
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস বলেন, ‘নড়াইল বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। নড়াইল-২ আসন থেকে সবসময় নৌকার প্রার্থীরা বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে এবং সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এবার তাকে জাতীয় সংসদের হুইপ করায় জেলাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। কারণ জেলা থেকে এর আগে কাউকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয়নি। এবার প্রতিমন্ত্রীর মর্যাদাপূর্ণ পদে মাশরাফিকে হুইপ নিয়োগ করায় আমরা আনন্দিত। আমাদের আশা, মাশরাফি ভবিষ্যতে মন্ত্রী হবেন।’
প্রসঙ্গত, মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচ জন সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম বাবু ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমলকে হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদাসহ সমপরিমাণ সুযোগ-সুবিধা পান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়