২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শীতার্ত অসহায় দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল যশোর সদর উপজেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ হোসেন, সমবায় অফিসার রনজিত দাশ, স্বাস্থ্য ও পরিবার-পরিবার কর্মকর্তা ডাঃ মীর আবু মাউদ, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়