প্রতিদিনের ডেস্ক
পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নব নব আবিষ্কারে আজকের বিশ্ব বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে। সমাজ, সভ্যতা আর বিশ্ব যখন প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে, তখন পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রুমানা আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে। দুর্নীতি দূর হয়েছে, হয়রানির অবসান হয়েছে।এসময় শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানাতে ও বই পড়তে আগ্রহী হওয়ার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন প্রমুখ।