২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

শিক্ষার্থীদের বিজ্ঞান-প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে

প্রতিদিনের ডেস্ক
পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নব নব আবিষ্কারে আজকের বিশ্ব বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে। সমাজ, সভ্যতা আর বিশ্ব যখন প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে, তখন পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও অষ্টম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রুমানা আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে। দুর্নীতি দূর হয়েছে, হয়রানির অবসান হয়েছে।এসময় শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানাতে ও বই পড়তে আগ্রহী হওয়ার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়