জি এম ফারুক আলম, মণিরামপুর
মণিরামপুর আসনের সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব মোঃ ইয়াকুব আলী বলেছেন, স্বচ্ছতা রেখেই জনগণের কল্যাণে সকলকে কাজ করতে হবে। আমরা কেউ জবাবদিহিতার উর্দ্ধে নয়। জনগণ ভোট দিয়ে আমাদেরকে প্রতিনিধি নির্বাচিত করেছেন। ফলে তাদের দাবীগুলো যথাযথভাবে মাথায় রেখেই গরীব, দুঃস্থ ও অসহায়দের পাশে থেকে সেবামূলক কাজ করতে হবে। জনগণ কোন জনপ্রতিনিধির দ্বারা অন্যায়ভাবে হয়রানির শিকার না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। সবসময় লাভের আশায় থাকলে হবেনা। দূর্নীতির সাথে আপোষ করে আমাদের জনপ্রতিনিধিত্ব করার দরকার নেই। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের ডাকবাংলোয় ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন। মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান, কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুর রহমান, ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব গাজী, হরিদাসকাটি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির লিটন, ঝাপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক মন্টু, মশ্মিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান সরদার আব্দুল হামিদ, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার। অপরদিকে, একইদিনে উপজেলার চান্দুয়া সমসকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।