২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

প্রধানমন্ত্রীর সঙ্গে শর্মিলা-স্বস্তিকার সাক্ষাৎ

প্রতিদিনের ডেস্ক
চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। এতে অংশ নিতে বাংলাদেশে এসেছেন ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জী। এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। বুধবার (২৪ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল। জানা গেছে, শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-ভারতের সিনেমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন শর্মিলা। সাক্ষাৎ শেষে তার সঙ্গে গ্রুপ ফটো তোলেন তারা। বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল বিশ্বাস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়